স্টাফ রিপোর্টার :
আমরা বড়হাতিয়া সোনাকানিয়া বাসী মানবতার প্লাটফর্ম এর সদস্যদের সহযোগিতায় হাফেজ খানায় পড়ুয়া এবং বড়হাতিয়া সোনাকানিয়ার ৫০জন হত দরিদ্র পরিবারের বাচ্চাদের লুঙ্গি বিতরণ করেন।এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব সমশুল আলম,বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ, আমরা বড় হাতিয়া সোনাকানিয়া বাসীর হেড এডমিন এম হারুন রশিদ,এডমিন সুহান,ছাত্র লীগ নেতা ফারহান মাহমুদ, মোহাম্মদ জুবায়ের প্রমুখ।
Leave a Reply