অনলাইন ডেস্ক: বিশ্বাস করাই কঠিন যে, মাত্র ১০ মাস বয়সে কেউ কোরআন মুখস্ত করে ফেলতে পারে। যার বয়স আবার মাত্র ৯ বছর। এই অসাধ্যকেই সাধন করেছে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ওয়েটন ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যান্ডার্ড-টু’র ছাত্রী জান্নাতুল ফিরদাউস।
কুরআন মুখস্ত করা শিশু জান্নাতুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শ্যামপুর গ্রামে। তার বাবা কামাল পাশা একজন গণমাধ্যম কর্মী এবং মা রাফিয়াতুল জান্নাত একজন গৃহিনী।
এদিকে ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের আরবী শিক্ষা শাখার বিভাগীয় প্রধান মাসুম বিল্ললাহ জানান, গত দু’বছরে ওয়েটন স্কুলে ১৮ জন হিফজুল কোরআন শিক্ষার্থী কুরআন মুখস্থ শেষ করেছে, কিন্তু জান্নাতুলের মত এত অল্প বয়সে এত অল্প সময়ে কেউ করতে পারেনি। আমরা ওর সাফল্যে সত্যিই গর্বিত।
তিনি আরো জানান, আশ্চর্য়ের বিষয় হল যখন করোনা ভাইরাসের প্রকোপে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও অনলাইনে হিফজ ক্লাসগুলোও জান্নাতুল অত্যন্ত মনোযোগের সাথে করায় দ্রুত পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে।
শিশুটির এমন সাফল্যে সবাই অনেক গর্বিত।
Leave a Reply